বগুড়ার ধুনট উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান ভোলা অগ্নিদগ্ধ হয়েছেন। এছাড়া একই ঘটনায় তার গোয়াল ঘরে থাকা একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে ও অপরটি আগুনে দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়ীর গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন বুঝতে পেরে গোলায় ঘর থেকে ৩টি গরু উদ্ধার করতে গিয়ে ভোলা আগুনে দগ্ধ হয়ে আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান ভোলা সুলতানহাটা গ্রামের বাসিন্দা। রাতে ভোলাসহ তার পরিবার ঘুমিয়ে গেলে গোয়াল ঘর থেকে ধোয়া দেখতে পেয়ে বাড়ির লোকজন জেগে ওঠে। এসময় গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে সেদিকে ছুটে যায় গরুগুলো উদ্ধার করতে। এতে নাহিদ হাসান ভোলাসহ দুটি গরু আগুনে দগ্ধ হয় এবং একটি মারা যায়।
পরবর্তিতে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। আহত আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান ভোলা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আওয়ামী লীগ নেতার বাড়ী পরিদর্শন এবং হাসপাতালে তার চিকিৎসার খোঁজ নেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহত নাহিদ হাসান ভোলা বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোয়াল ঘরের ভিতরে দাহ্য পদার্থের মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক ষড়যন্ত্রের কারনে এ ঘটনা ঘটেছে।
বগুড়ার ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত