কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশী ৭৬০ ক্যান আন্দামান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। আটককৃত হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী ঘোনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২২)।
শুক্রবার (৭ ডিসেম্বর) সাড়ে ১১টার সময় টেকনাফের হোয়াইক্যং উলোচামারি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো.মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজার র্যাব-৭ কোম্পানি কমান্ডার মেজর মো.মেহেদী হাসান জানান, গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফের র্যাবের একটি দল হোয়াইক্যং উলোসামারি রাস্তার মাথায় অভিযান চালিয়ে বিদেশী ৭৬০ ক্যান আন্দামান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিয়ারসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত