দিনাজপুরে এক্রোবেটিক শিল্পীর চোখ ধাঁধানো নৈপুন্যে হাজার হাজার দর্শকের হৃদয় ছুয়ে যায়। নানান কসরত প্রদর্শনে মুগ্ধ করে উপস্থিত সকলকে। এক্রোবেটিকের মোহাচ্ছনে উপস্থিত দর্শকের মুহুমুহু করতালি দিয়ে প্রদর্শনীর নিয়মিত দেখার আগ্রহ প্রকাশ করেন অনেকে।
শুক্রবার সন্ধা ৬টায় দিনাজপুরের স্থানীয় গোর-এ-শহীদ বড় ময়দানে শিল্পকলা একাডেমী এ এক্রোবেটিক শো'র উদ্বাধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। হুইপ ইকবালুর রহিম এমপি উদ্বাধনকালে বলেন, বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনাজপুর সদর উপজেলা প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে যা কোন সরকারের আমলে হয়নি। সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সারা দেশের বিভিন্ন জেলায় সুস্থ বিনোদনের জন্য এ প্রদর্শনীর অংশ হিসেবে দিনাজপুরে এই এক্রোবেটিক শো'র আয়োজন। অ্যাক্রোবেটিক প্রদর্শনী’তে যেসব পরিবেশনা মঞ্চায়ন হয়। সেগুলো হলো- হ্যান্ড স্কিল, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, রোপ রাউন্ড, চেয়ার সেটিং, ব্যারেল ব্যালেন্স, বডি ব্যালেন্স, মাউথ স্কিল, রিং জাম্প, টপ টু আমব্রেলা ইত্যাদি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকির সার্বিক সহযোগিতায় এক্রোবেটিক প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজকে আরো বেশি সংস্কৃতিমুখি করতে এবং গ্রাম-বাংলার ঐতিহ্য সার্কাস-যাত্রা শিল্পকে রক্ষা করতেই এই শো'র আয়োজন বলে জানান এক্রোবেটিক টিমের ইন্সট্যাক্টর মুসা রুবেল জানান।
তিনি জানান, এই এক্রোবেটিক দলের প্রদর্শনী শো গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শো'র মাধ্যমে শুরু হয়। তারই অংশ হিসেবে শুক্রবার দিনাজপুরে এই শো। এই আগামী ১১ ডিসেম্বর রাজবাড়ীতে প্রদর্শনী শো'র মাধ্যমে শেষ হবে। এই দলে ২৫জনের মধ্যে ১৯জন পারফোম্যান্স দেখান। এরা সবাই চীন থেকে প্রশিক্ষনপ্রাপ্ত। সার্কাস-যাত্রা হারিয়ে যাওয়ার প্রাক্কালে এটাকে রক্ষা করতেই গত ২০১২ সালে এই এক্রোবেটিক শো'র উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে এই এক্রোবেটিক এর শিশুদল গঠনে ৩ বছর মেয়াদী শিশুদের প্রশিক্ষন দেয়ার জন্য চীনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং অ্যাক্রোবেটিক শিল্পের বিকাশের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছ বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত