নোয়াখালী সদরের ভাটির টেক চৌমুহনী বাজার ড.বশির আহমেদ কলেজ, ভাটির টেক উচ্চবিদ্যালয় ও কিন্ডার গার্ডেন স্কুলে একই রাতে চুরির ঘটনা ঘটেছে।
সংঘবদ্ধ চোররা কলেজের অফিস কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজ পত্রসহ প্রায় ৩লক্ষ টাকার মালামাল লুট করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।
সুধারাম থানা পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল দুধর্ষ চোর দরজার তালা ভেঙ্গে অফিস কক্ষে ঢুকে এবং আলমিরার ভেঙে নগদ টাকা ও দুটি ল্যাপটপ নিয়ে যায়। একই সময়ে আরো দুটি প্রতিষ্ঠানেও একই কায়দায় চুরি করে। এ ঘটনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক বিরাজ করছে।
এসময় সুধারাম থানার এসআই মহিউদ্দিন, ভাটিরটেক হাই স্কুলের সভাপতি ও আ’লীগ নেতা মো. মোস্তফা, সাংবাদিক আকবর হোসেন সোহাগ , ভাটির টেক চৌমুহনী বাজার কমিটির সভাপতি নজির আহমেদ, প্রধান শিক্ষক মোস্তাফিজ বিল্লাহ ফরহাদ, নুরুল আলম মাস্টার, ইউপি সদস্য আকবর হোসেন, হাফেজ মহিউদ্দিন, নিজাম মেম্বার, বেলাল মেম্বারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/ফারজানা