দিনাজপুর-ঠাকুরগাও মহাসড়কের কাহারোলের বার মাইল নামক স্থানে দুটি বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার দিনাজপুর-ঠাকুরগাও মহাসড়কের বারো মাইল নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী ও ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাসের হেলফার মানিকসহ ১২জন বাস যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
দিনাজপুর-ঠাকুরগাও মহাসড়কের হাইওয়ে দশ মাইল থানার ওসি জিএম সামসুল নুর জানান, ওভারটেক করার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত