র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে রামগড় লেক পাড়ে স্থাপিত বিজয় ভাস্কার্য্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় রামগড় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউএনও উম্মে ইসরাত, রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্লাহসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এসময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল সঠিক ইতিহাস তুলে ধরে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার কথা বলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম