পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সরকার কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেগুলো বাস্তবায়ন করতে আরো সময় প্রয়োজন। এজন্য সমাজের শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অবদান রাখতে হবে। শিক্ষকরা হচ্ছেন সমাজের দর্পণ। শিক্ষকদের সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দারিদ্র্যশূণ্য দেশ গড়তে ক্ষমতায় গেলে প্রবৃদ্ধি দুই ডিজিটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। বাঙালি হবে বিশ্বের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত জাতি।
শনিবার সকাল সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার ঘণ্টাঘর বাজারের নেপালী কর্ণারে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে কলেজের অধ্যক্ষ, প্রভাষক ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর এবং চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম আযম পারভেজ, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কারেন্টহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাদাকাত আলী খান, ইছামতি মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, রাণীরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ তফিকুল ইসলাম মিন্টু, চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়সহ বিভিন্ন কলেজের অধ্যাপক ও প্রভাষকরা।
বিডি প্রতিদিন/হিমেল