বরিশালের গৌরনদীতে 'অতিরিক্ত মদ্যপানে' ৫টি মাদক মামলার আসামি আলী ঘরামীর (২৮) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তিনি মারা যান। আলী ঘরামী গৌরনদী পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের সুন্দরদী গ্রামের মৃত হোসেন ঘরামীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে অতিরিক্ত মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পরে আলী। সন্ধ্যায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেন। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তার পরিবার আলীকে হাসপাতালে না নিয়ে বাড়ি ফেরত নিয়ে যায়। শনিবার দুপুর ১২টার দিকে আলীর মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানার এসআই তাজেল হোসেন জানান, আলী ঘরামীর বিরুদ্ধে গৌরনদী ও কালকিনি সহ বিভিন্ন থানায় মাদক আইনে ৫টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল