মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (০৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিরাজদিখানের পাথরঘাটায় কর্মীসভায় যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন তার ভাই ওমর ফারুক।এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
শাহ মোয়াজ্জেমের ভাই ওমর ফারুক অভিযোগ করে বলেন, হামলাকারীরা সাত রাউন্ড গুলি ছুড়েছে ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। তবে কেউ গুলিবিদ্ধ হননি, শাহ মোয়াজ্জেম হোসেনও অক্ষত আছেন।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/হিমেল