জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ উপলক্ষে ও ১৬ দিনের প্রচারাভিযানের অংশ হিসেবে বগুড়ায় মানববন্ধন, স্বাক্ষরতা অভিযান ও নারী জাগরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বগুড়া শহরের এসপি ব্রিজ লেনের বগুড়া মহিলা কলেজ চত্ত্বরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এসব কর্মসূচি পালন করা হয়।
এনগেজ মেন এন্ড বয়েজ নেটওয়ার্ক ফর প্রোমোটিং জেন্ডার জাস্টিস বাংলাদেশ জোট এর সহযোগিতায় এবং বগুড়া আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে মনাববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোকাব্বর হোসেন, জাতীয় মহিলা সংস্থা বগুড়ার চেয়ারম্যান ডরথী রহমান, সমাজসেবক হাসনা খাতুন, নাজমা পারভিন, হোসনে আরা হাসি, বগুড়া মহিলা কলেজের সহ অধ্যাপক একেএম সরওয়ার হুসাইন, ইংরেজি বিভাগের সহ অধ্যাপক কাওছার বানু চৌধুরী, সহ অধ্যাপক তাহেরা বেগম, আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক কোহিনুর বেগমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মানববন্ধন শেষে বগুড়া মহিলা কলেজের ৪র্থ তলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কলেজে স্বাক্ষর অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ধিনতানা সাংস্কৃতিক গোষ্ঠির কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম, অঞ্জনা, সঙ্গীত প্রশিক্ষক এস আহম্মেদ বিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল