গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে মুক্তিযোদ্ধাদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পাকহানাদারমুক্ত দিবস’ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে বলেন।
শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশের চাকা পিছনের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। এই অপশক্তি এখনো তৎপর হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচন বাঞ্চাল করতে চাইছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলকে সজাগ থাকতে হবে বলেও জানান শিল্পমন্ত্রী।
মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/হিমেল