ছোট ভাই আসলামের রডের পাইপের আঘাতে বড় ভাই ওহিদুর রহমান মুরাদ খুন হয়েছেন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চাঁনপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ওহিদুর রহমান মুরাদ উপজেলার চাঁনপুর গ্রামের মৃত ফিরুজ মিয়ার ছেলে।
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ভৈরব থানা পরিদর্শক (ওসি, তদন্ত) বাহালুল খান বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার