পটুয়াখালীর কলাপাড়ায় রিয়াজ গাজী নামে এক জেলেকে সাগরে মাছ ধরতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধনে শত শত নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহন করে। এর আগে বানাতী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন নিহতের বড় ভাই আনোয়ার গাজী, স্ত্রী নাজমা আক্তার, মা আইফুল বিবি, ছয় বছরের শিশু সন্তান মারিয়া ও স্থানীয় ব্যবসায়ী শান্তি ফকির। তাদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত পূর্বক দ্রুত আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উল্লেখ্য ৫ জানুয়ারি রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের জেলে রিয়াজ গাজী (৩২) কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরারত অবস্থায় ট্রলার থেকে নিখোঁজ হয়। ৯ জানুয়ারি সন্ধ্যার দিকে তার লাশ গভীর সাগরের চরবিজয় এলাকা থেকে মহিপুর থানা পুলিশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পার আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা