বগুড়ার শেরপুর উপজেলায় অটোরিকশা উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম গিরেণ চন্দ্র সরকার (৬৫)। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র সরকারের ছেলে। শনিবার (১২জানুয়ারি) রাতে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের পুতুল বাসস্ট্যান্ড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মির্জাপুর বাজার থেকে রানীরহাটগামী একটি অটোরিকসা উক্ত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গিরেণ চন্দ্র সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত অনুমান ১২টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার