রাজশাহী নগরীতে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার বেলা ১২টার দিকে নগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জনতা ব্যাংক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তি রফিকুল ইসলাম রফিক (৪২)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রবিবার বেলা ১২টার দিকে সিঅ্যান্ডবি মোড়ের ১০তলা ভবন এলাকায় অভিযান চালায় র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির (সিপিএসসি) একটি দল। এ সময় সেখানকার জনতা ব্যাংক ভবনের নিচ থেকে গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলামকে। পরে তার কাছ থেকে ৫টি প্যাকেটে এক হাজার পিস ইয়াবা ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার