নোয়াখালীতে পারভীন আক্তার ফাহিমা (১৭) নামে এক কিশোরী হত্যা মামলায় প্রধান আসামি মো: শেখ সেলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শোয়েব উদ্দিন ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।
নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, পারভীন আক্তার ফাহিমা (১৭) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি মো: শেখ সেলিম (৩০) সেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে চাইলে আদালতে নেওয়া হয়। রবিবার বিকেলে নোয়াখালী ১নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শোয়েব উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
মো: শেখ সেলিম (৩০) নড়াইলের লোহাগড়া উপজেলার ডিগ্রির চর গ্রামের শুক্কুর আলী শেখের ছেলে। শুক্রবার রাত একটার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন