ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৮। শনিবার রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান চালায়।
অভিযানে আটককৃতরা হলো ভাঙ্গা থানার মিয়াপাড়া গ্রামের মো. জাকির হোসেন, একই গ্রামের মো. কামাল হাওলাদার, পশ্চিম পাতরাইল গ্রামের মেহেদী হাসান ফয়সাল এবং মাদারীপুরে শিবচর থানার চর দত্তপাড়া গ্রামের মো. টুলু চৌধুরী। তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল ফোন, সিমকার্ড, ট্যাব ও পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৪ জন নিজেদের সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রীয় সদস্য বলে স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার