কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহসহ তিন নেতা কারাগারে। আজ রবিবার দুপুরে বিস্ফোরকসহ ৪টি মামলার আসামি বিএনপির তিন নেতা চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া বিএনপির তিন নেতা হলেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন ও পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া কোর্ট ইন্সপেক্টর মনজুর কাদের মজুমদার জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বে নাশকতা কর্মকান্ডের ঘটনায় দায়েরকৃত চারটি মামলার আসামি তারা। ওই মামলাগুলো থেকে জামিন নিতে আবেদনপূর্বক আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চার মামলার মধ্যে তিনটি বিস্ফোরক ও একটি মারামারির মামলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার