শরীয়তপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ অন্য মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার দেওভোগ গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সূজাহাঙ্গীর আকন (৪০) ও মাদারীপুর সদর উপজেলার রাসেল হাওলাদার (৩২)।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় মধ্যরাতের অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর আকন ও সদস্য রাসেল হাওলাদার ঘটনাস্থালে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর