পঞ্চগড়ে দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে বিজিবির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন চত্বরে সোমবার দুপুরে প্রায় চার’শ শীতার্ত মানুষের হাতে এই কম্বল তুলে দেয়া হয়।
এসময় ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন, ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান খানসহ বিজিবির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনায় বিজিবি সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতে শীতার্ত মানুষের মাঝে আরও কম্বল দেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা