দিনাজপুরের ফুলবাড়িতে কলম বিরতি পালন করেছে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে এই কর্মবিরতির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুরের আহ্বানে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে এই কর্মবিরতি পালন করেন তারা।
বৃহস্পতিবার অর্ধদিবস ভূমি অফিসের সকল কর্মকান্ড বন্ধ রেখে সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।
হাকিমপুরের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুল ইসলাম জানান, ফুলবাড়ি উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহেদুর রহমান সরকারকে নিজ অফিস কক্ষে লাঞ্চিত করার প্রতিবাদের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নবিউল ইসলামকে গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত সমিতির ঘোষণা মোতাবেক যে সকল কর্মসূচী দেওয়া হবে তা পালন করা হবে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ভূমি সংক্রান্ত মামলার বিষয় তদন্ত প্রতিবেদন দেয়াকে কেন্দ্র করে লাঞ্চিতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন