বরিশাল অফিসার্স ক্লাবের সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে অফিসার্স ক্লাবের হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সভায় অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, বরিশালের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর সাহিদুর রহমান মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল আখতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক অফিসার্স ক্লাব নিয়ে তার ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা জানান। ক্লাবটিকে ঢেলে সাঁজানোসহ বিভিন্ন খেলার উপযোগী করতে সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির তাগিদ দেন তিনি। অচিরেই ক্লাবের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার