ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. উজ্জল হোসেন শেখের সভাপতিত্বে এ বার্ষিক সাধারণ সভা শুরু হয়।
শ্রমিক নেতা আবুল বাশার বাদশার সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের নেতা মো. মজিবুর রহমান মন্টু, সুভাষ রায়, মো. হারুন অর রশিদ, মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আব্দুল বারিক বিশ্বাস, অলেমান শেখ, মো. আব্বাস আলী বিশ্বাস, আ: খালেক, মো: মনিরুল ইসলম, আব্দুল হাই কাজল।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া (ভারপ্রাপ্ত)। আয়-ব্যয়ের হিসাব পেশ কারেন অর্থ সম্পাদক খন্দকার জামাল। সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম, সদস্য সচিব উপব্যবস্থপক (প্রশাসন) আব্দুল কাউয়ুম, মনির হোসেন ভুইয়া, আ. খালেক, খালিদ হোসেন সুজন সদস্য।
বিডি প্রতিদিন/এ মজুমদার