ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সকাল ৯টায় রাজেন্দ্র কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন এমপি।
এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, পৌরমেয়র, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান। শ্রদ্বা নিবেদন শেষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খন্দকার মোশাররফ হোসেন।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা। এরআগে জেলা প্রশাসনের উদ্যোগ বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল