প্রভাতী, সংগীতানুষ্ঠান, সুর সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরগুনা জেলা শহরের শিমুল তলায় শুরু হয়েছে বর্ষবরণ ও পাঁচদিন ব্যাপী বৈশাখী মেলা। ৩৭ বছর পূর্বে বরগুনার শিমুলতলায় বর্ষবরণ প্রভাতী সংগীতানুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে মেলা উদযাপন কমিটি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতি বছর প্রভাতী সংগীতানুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
পাঁচ দিনব্যাপী মেলার কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, আবৃতি, হা-ডু-ডু, বৌচি খেলা, ঘুড়ি উড়ানো, আঞ্চলিক, মুর্শিদি, মারফতি, ভাওয়াইয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, হয়লা গান, নীল নৃত্য, গুল প্রতিযোগিতা বাঁশি বাজানো, লালন গীতি, হাছন রাজার গান, পুঁথি পাঠ, কৌতুক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতা। এছাড়া বরগুনার পাঁচটি উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণের আায়াজন করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৯/মাহবুব