Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ এপ্রিল, ২০১৯ ১৪:৫৪

আবার আন্দোলনে পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আবার আন্দোলনে পাটকল শ্রমিকরা

বকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে ৯৬ ঘণ্টা অবরোধ শুরু করেছে পাটকল শ্রমিকরা। 

সোমবার সকাল ১০টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা লাঠি ও পতাকা মিছিল শুরু করে। মিছিলটি কাটাখালী বাজার প্রদক্ষিণ শেষে পাটকলের সামনে অবস্থান নেয়। এসময় দাবি আদায়ে শ্লোগান দেয়।
ঘণ্টাব্যাপী বিক্ষোভে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশি পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চলমান রাখবেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য