ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে এ মানববন্ধন করেন তারা।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সভাপতি আয়শা বানু, জেলা কমিটির দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম