১৮ এপ্রিল, ২০১৯ ২১:৫৮

বরিশালে ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যারস এন্ড মাল্টি প্রোডাক্টস (এম.ই.পি) লি. কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানের সময় কারখানায় শ্রমিক সুরক্ষা, পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকা, কারখানায় ধুলা-ময়লা থাকা, জরুরী নির্গমন পথ না থাকা, শিশু শ্রম, ত্রুটিপূর্ণ ইলেক্ট্রিক ওয়্যারিং, ওয়েস্ট বিন না থাকা, বেতন বৈষম্য সহ নানা ত্রুটি পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কর্তৃপক্ষ তাদের ত্রুটিগুলো স্বীকার করে সমাধানের প্রতিশ্রুতি দেন। 

এ সময় এমইপি’র সহকারী ব্যবস্থাপক মো. আরিফুর রহমানকে শ্রম আইন ২০০৬ লংঘন করার অপরাধে ৩০৭ ধারায় শাস্তির আওতায় ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর