Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ এপ্রিল, ২০১৯ ১৭:২১

টেকনাফে যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী জনপদের জনশূন্য বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মৃতদেহের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পাহাড়ে জনশূন্য বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক হোয়াইক্যং ইউনিয়নের জোয়ারী খোলার বাহাদুর আলমের ছেলে সরোয়ার আলম (৩০)।

স্থানীয়রা জানান, নিহতের মা এবং স্ত্রী দুই সন্তানসহ গত কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সরোয়ার বাড়িতে একাই ছিল। এছাড়া প্রতিবেশী কতিপয় ব্যক্তির সাথে তার পারিবারিক বিরোধ থাকার কথা জানা যায়। 

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দীপংকর কর্মকার বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পাহাড়ে জনশূন্য বাড়ি হতে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে খতিয়ে দেখা হচ্ছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য