২৫ এপ্রিল, ২০১৯ ২০:৪০

বড়াইগ্রামে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় নাটোরের বড়াইগ্রামে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন। 

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক  মো. আব্দুল কুদ্দুস, মূখ্য আলোচক হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মো. গোলাম রাব্বী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক ড. মো. রাজ্জাকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও মো. আনোয়ার পারভেজ, পৌর মেয়র কে এম জাকির হোসেন উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ৮০ জন নারী-পুরুষ অংশ নেন।   

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর