গাজীপুরে ট্রাকের ডালাচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত দুই শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোমবার রাতে শ্রীপুর উপজেলার সিঙ্গাইরদিঘী চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাইরদিঘী চকপাড়া এলাকার একটি ট্রাকের পেছনের ডালা ওই দুই শ্রমিকের ওপরে পড়ে। পরে তাদের দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন