চট্টগ্রাম নগরের হালিশহর নয়া বাজার আনন্দিপুর জামে মসজিদের সামনের নালায় পড়ে তিন বছর বয়সী হুমায়রা নামের এক শিশু মারা গেছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
এর আগে, গত ১৮ এপ্রিল চকবাজার কাপাসগোলা এলাকার খালে পড়ে ছয় মাস বয়সী এক শিশু মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল তিনটার দিকে শিশু হুমায়রা বাইরে হাঁটতে আসে। এ সময় সড়কের পাশের উন্মুক্ত নালায় পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করে। প্রায় আধাঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশু স্বাস্থ্য বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক হুমায়রাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান শাওন বলেন, নালায় পড়ার কিছু সময় পর ফায়ার সার্ভিস আসে। এরপর তারা উদ্ধার তৎপরতা চালিয়ে অনতি দূরের নালা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিস জানায়, ৩টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে তারা ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যায়। এরপর ৩টা ৫৪ মিনিটে শিশুকে উদ্ধার করা হয়।
মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শারমিন আলম বলেন, নালায় পড়া একটা শিশুকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শ্বাস বা হার্টবিট ছিল না। পরে আমরা ইসিজি করে দেখলাম শিশুটা মারা গেছে।
বিডি প্রতিদিন/এমআই