মুন্সীগঞ্জের লৌহজংয়ে শোভা আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ২ টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শোভা আক্তার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামের মো. ইয়াছিন ফকিরের (২৮) স্ত্রী ও একই উপজেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের মো. সাহেদ ড্রাইভারের মেয়ে। তবে এ ঘটনার পর স্বামী-শ্বশুরসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে।
স্বামীর বাড়ির ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর বাড়ির লোকজনের দাবি। অপর দিকে গৃহবধূর ভাই মনির হোসেন, জানান, শোভার স্বামীর বাড়ির লোকজন রাতে তাকে হত্যা করে ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছে, মাত্র ৩ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তাকে আগেও তার স্বামী মারধর করেছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, লাশ তারা নিজেরা নামিয়েছে। শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল