দিনাজপুরের কাহারোল উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন দিনাজপুরের বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবদুল খালেক ওরফে বাকী (৪২) এবং একই এলাকার আজমল হকের ছেলে নাসিম হাবিব (২৫)।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, কাহারোল কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় অসাবধানতাবশত দুই শ্রমিক ভেতরে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল/ফারজানা