‘জীবন বাঁচান-আওয়াজ তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে নিরাপদ সপ্তাহ পালিত হচ্ছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক বিভাগ ও নিরাপদ সড়কের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাবেদ তালুকদার, বিআরটি ’র অতিরিক্ত পরিচালক সাইদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ