নাটোরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং আটক ও শাস্তির দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার ধরাইল বাজার থেকে ঝাড়ু ও স্যান্ডেল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার নাদিরুজ্জামান নাদিম, ভিকটিমের বাবা ময়েন উদ্দিন, মা মর্জিনা বেগমসহ এলাকাবাসী। বক্তারা বলেন, ভিকটিমের বাবার বন্ধু শাহজাহান আলী গত ফেব্রুয়ারি মাসে বাবা ও মা দু'জনের অনুপস্থিতিতে রাতের বেলায় মুখচেপে ধরে ঘুমন্ত ওই নাবালিকা মেয়েটিকে তার বৃদ্ধ দাদীর পাশ থেকে তুলে নিয়ে যায়। পরে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে দাদী এগিয়ে এলে ধারালো ছুরি দেখিয়ে খুন করার হুমকি দেয়। এমনকি ঘটনা কাউকে না বলতে শাসিয়ে যায়। কিন্তু পরবর্তীতে ২৭ এপ্রিল দিনের বেলায় মেয়েটিকে আবারও ধর্ষণের চেষ্টা করলে পালিয়ে বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে ভিকটিম। পরে বিষয়টি স্থানীয়দের জানালে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এমনকি মামলা করলে ফাঁসানোর হুমকিও দেয় অভিযুক্ত শাহজাহান ও তার বাবা আবুল কাশেম। ধর্ষিতা ছাত্রীর গর্ভে এখন ২ মাসের সন্তান রয়েছে বলেও দাবি তার পরিবারের।
পরে এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় শাজাহানকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে শাজাহান পলাতক রয়েছে। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত শাজাহানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ