জ্বীন হেনরি ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে রেড ক্রিসেন্ট ভবনে আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও র্যালি অনুষ্ঠিত হয়।
এর পূর্বে সকাল ১০টার ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্ধোধন করা হয়। পরে একটি একটি বণার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষণ করে। ইউনিট কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউনিট সেক্রেটারি মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. জায়েদুল হক, বিশেষ অতিথি ছিলেন ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক শাহজাহান সাজু, আব্দুর রহিম সাগর, মিসেস মুক্তি খান, স্বাগত বক্তব্য রাখেন ইউনিট লেভেল অফিসার মো. রাকিবুল হাসান, যুব প্রধান মো. ফয়সাল উদ্দিন ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম