গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পড়নে চেক লুঙ্গি রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন