নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরী ডুন্যান্টের ১৯১তম জন্মদিনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
আজ বেলা ১১ টার দিকে নাটোর সদর হাসপাতাল এলাকার রেড ক্রিসেন্ট ভবন থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেড ক্রিসেন্ট ভবনে ফিরে যায়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট নাটোর ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর ইউনিটের সেক্রেটারী জালাল উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল