বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়” এর আয়োজনে লিফলেট বিতরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে এবটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহিদ নাজিম উদ্দিন রোডে লিফলেট বিতরণ শেষে পুনরায় র্যালিটি এসে একই স্থানে মিলিত হয়।
পরে অভ্যুদয় সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ জুনায়েত হোসেন রিপেলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মাহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরাম উল্লাহ্, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান তালুকদার, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক ফিরুজ খাঁন, সমাজকর্মী শফিকুল ইসলাম খাঁন।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, পৌর কর্মকর্তা সাহাব উদ্দিন, মুকতাদির রুবেল, রিগান খাঁন, উপজেলা আইসটি ক্লাবের সভাপতি জুবায়ের রাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন, অভ্যুদয়ের সাবেক সাধারণ সম্পাদক ইমন তালুকদার সাগর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিটন, পরিবেশ বিষয়ক সম্পাদক রিয়াদ আমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন, সুজিত মিত্র, রামিম হাসান, ইজাজ সরকার, সেলিম খাঁন, অর্নব হাসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন