বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে স্থাপিত দুটি করাতকল বন্ধ ঘোষণা ও মালিককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১টার দিকে সহকারি কমিশনার(ভূমি) মো. মেজবাহ উদ্দিন নাগেরহাট বাজারে মুনসুর মৃধা ও খাউলিয়া বাজারে মেহেদী হাসানের করাতকল দুটি বন্ধ করে দেন। একই সাথে কলের মালিকগণকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
বাগেরহাট জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক ও পূর্ব সুন্দরবন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ওই করাতকল দুটি স্থাপনের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। লাইসেন্সও নেই। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ও বন বিভাগের সহায়তায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৯/মাহবুব