ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ হেলপারের মৃত্যু হয়েছে। নিহত আফিম (১৮) ফুলবাড়িয়া উপজেলার সোয়ায়েদপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায়।
ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, ঢাকাগামী একটি বাঁশ ভর্তি ট্রাক উপজেলা ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে আসা পিকআপ ধাক্কা খেলে পিকআপের সামনের গ্লাস ভেঙ্গে বাঁশ ভিতরে ঢুকে যায়। পরে পিকআপরে সামনে বসা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বাঁশ কেটে নিহত হেলপারের লাশ বের করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন