বগুড়ায় টিসিবির পণ্য ক্রয়ে রোজার আগে তেমন সাড়া না থাকলেও এখন বেশ সাড়া পড়েছে। রোজার প্রথম দিনেই ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) এর ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে সাড়া দিলো সাধারণ ক্রেতারা। বাজারের চেয়ে কম মূল্যে ভালোমানের পণ্য পেতে টিসিবির ভ্রাম্যমান দোকানে এখন নারী পুরুষের দীর্ঘ লাইন, তাদের অনেকেই নায্যমূল্যে পণ্য ক্রয় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে। বর্তমানে বগুড়া পৌর শহরের দুজন ডিলারের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। বুধবার বেলা ১২ টার দিকে দেখা গেছে, টিসিবির এই ন্যায্যমূল্যের পণ্য ক্রয় করতে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় একই রকমভাবে ভীড় করছে সাধারণ মানুষ।
জানা যায়, টিসিবির ছোলা বুট প্রতি কেজির দাম ৬০ টাকা, মশুর ডাল ৪৪ টাকা, খেজুর ১৩৫ টাকা, চিনি ৪৭ টাকা কেজি, সয়াবিন তেল পুষ্টি প্রতি লিটার ৮৫ টাকা। অন্যদিকে খোলা বাজারে ছোলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি। তেল পুষ্টি ১ লিটার বোতল ৯৬ টাকা, পলি প্যাকে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মশুর ডাল ৬০ টাকা কেজি। খেজুর ১২০ টাকা থেকে শুরু করে হাজার টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। খোলা বাজারের চেয়ে কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা কম থাকায় টিসিবির পণ্য কিনতে সাধারণ মানুষ ভীড় করছে। দির্ঘসময় অপেক্ষা করে পণ্য ক্রয় করছে।
জানা গেছে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বগুড়া জেলায় কয়েকটি পণ্য ন্যায্য দামে বিক্রির জন্য দুই ডিলার নিয়োগ দিয়েছে। তারা টিসিবির গুদাম থেকে সরকার নির্ধারিত দামে তেল, চিনি, মশুর ডাল, খেজুর উত্তোলন করে নিজেদের ট্রাকে করে ভ্রাম্যমান আকারে পণ্য বিক্রি করছে। প্রতিজন ডিলার প্রতিদিন চিনি দেড় হাজার কেজি, সোয়াবিন দেড় হাজার লিটার, মশুর ডাল ১ হাজার ২০০ কেজি উত্তোলন করতে পারবে বলে জানায় জেলা প্রশাসন সূত্র।
সাদিয়া বেগম নামের একজন ক্রেতা সন্তুষ্টি প্রকাশ করে জানান, বাজারে খোলা চিনি ভালমানের ৫৪ টাকা কেজি আর টিসিবির চিনি পাওয়া যাচ্ছে ৪৭ টাকা কেজি। চিনির মান একই রকম। মসুর ডাল ক্রয় করতে গিয়ে প্রতি কেজিতে ১২ থেকে ১৪ টাকা কম পাওয়া যাচ্ছে। একইভাবে এলাকার বাসিন্দা আবু তৈয়ব জানান, বাজারে ছোলার দাম বেশি। প্রতি কেজি ৭৫ টাকা। আর ভাল মানের নিতে গেলে দাম পড়বে ৮০ টাকা কেজি। টিসিবির ছোলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজশাহী আঞ্চলিক অফিসের অফিস প্রধান প্রতাপ কুমার জানান, বগুড়ায় ট্রাক সেল (ভ্রাম্যমান) এ দুটি ট্রাক বিক্রি করছে। এতে সকাল থেকে বিকাল পর্যন্ত ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে নারী পুরুষের দীর্ঘ লাইন। ক্রেতারা তুলনামূলক কম মূল্যে পণ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন।
বিডি-প্রতিদিন/শফিক