দিনাজপুরে সেন্ট ফিলিপস্ ডে ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব উদযাপণ উপলক্ষে সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে।
অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে সাধু ফিলিপস্ নেরী, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।
বুধবার সকাল ৯টায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজে এসব অনুষ্ঠান আয়োজন করে।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার সরোজ ভিনসেন্ট গমেজ সিএসসি, সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগরী সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সিআইসি, সিনয়ির শিক্ষক মাও. আবেদ আলী প্রমুখ।
উল্লেখ্য, সাধু ফিলিপ নেরী সেন্ট ফিলিস্ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিপালক অর্থাৎ তারই নামে, তারই আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ হয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সবাই চলার চেষ্টা করেন। তার জন্ম ১৫১৫ খ্রিঃ ইতালীতে এবং মৃত্যু ২৬ মে ১৫৯৫ খ্রিঃ। সাধু ফিলিপের প্রধান গুনাবলীর মধ্যে তিনি ছেলে-মেয়ে, যুবক-যুবতিদের জীবনে বিশেষ গুনাবলীগুলোকে আবিস্কার করতে উৎসাহিত করতেন। তাই তাকে বলা হয় যুবকদের প্রতিপালক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম