নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ওপর হামলা ও বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), গারো সংগঠন (গাসু), আধিবাসী ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠী কলমাকান্দা উপজেলা শাখার ব্যানারে নারী-পুরুষ মিলে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মানববন্ধনে ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠী পরিবারের ওপর হামলা ও বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান।
এসময় বাগাছাস উপজেলা কমিটির সভাপতি তামস মনখিন, গাসু উপজেলা কমিটির সভাপতি রিচার্ড রেংচেং ছাড়াও বক্তব্য রাখেন সারথী ঘাগ্রা, শলোমন রিছিল ও মালেকা ঘাগ্রা প্রমুখ।
মানববন্ধন শেষে লেংগুরা বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২ মে কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী ছালেমা খাতুন ও ছেলে মোকছেদুল হাসান মিলে মিনা রাংসা, কিশোর ঘাগ্রা ও হেলিমা ঘাগ্রার ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ নিয়ে গত ৩ মে মিনা রাংসা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন