রাঙামাটির বরকলে সহকর্মীর ছুরিকাঘাতে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম আপ্রুসে মারমা (৩২)। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ঠেগামুখ জনশক্তি বৌদ্ধ বিহার এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ঠেগামুখ জনশক্তি বৌদ্ধ বিহারে নতুন ভবন নির্মাণের চুক্তি করে কাজ শুরু করে আপ্রুসে মারমা। তার সহকারী হিসেবে ক্যাজারী মারমা, মং মং চাই মারমাসহ পাঁচজনকে কাজে নেয়া হয়। কিন্ত সহকর্মী মং মং চাই মারমা অগ্রীম মজুরির টাকা নিয়ে কাজে ঠিকমত সময় দেয় না। এটা নিয়ে আপ্রুসে মারমা গতকাল মঙ্গলবার তার উপর রাগারাগি করে ঘুমিয়ে পড়ে। পরে মধ্যরাতে মদপান করে ঘুমের মধ্যে আপ্রুসেকে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করে মং মং চাই মারমা। চিৎকার শুনে অপর সহকর্মী ক্যাজারী এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে মাতাল মং মং চাই মারমা। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় আপ্রুসে মারমার। পরে সুযোগ বুঝে পালিয়ে যায় মং।
সকালে এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাঙামাটি বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহত আপ্রুসে মারমার বড় ভাই মংহ্লাপ্রু মারমা বাদি হয়ে মং মং চাই মারমার বিরুদ্ধে বরকল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক