নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাঙামাটিতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স-এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কার্যকরি সদস্য দানবীর চাকমা, রেজাউল করিম, মোঃ কামাল উদ্দীন, এনএম জাহাঙ্গীর, মোঃ সোলায়মান, মোঃ কামাল উদ্দীন, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম ও যুব রেড ক্রিসেন্ট প্রধান রানা প্রমুখ।
এরআগে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন ব্যানার, পতাকা, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে র্যালিতে অংশগ্রহণ করে নানা শ্রেণি-পেশার মানুষ। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, সম্প্রতি বছরগুলোতে রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সে সময় রেড ক্রিসেন্ট ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যে কোন দুর্যোগে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা প্রস্তুত রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের যাতে প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা প্রস্তুত থাকতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার