নওগাঁর পত্নীতলায় ধান বোঝাই একটি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও জনতা ট্রাকটি জব্দ করেছে।
বুধবার বিকালে মহাদেবপুর-শিশা আঞ্চলিক মহাসড়কের শিবপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার পোরশা উপজেলার সোহেল রানা (৩০) ও রতন (২৮)।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, বুধবার বিকালে উপজেলার মাটিন্দর ইউনিয়নের মহাদেবপুর-শিশা আঞ্চলিক মহাসড়কের শিবপুর বাজার পাশে ধান বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও জনতা ট্রাকটিকে জব্দ করে। পরে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন