পার্বত্য জেলা বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
বুধবার বিকেল সাড়ে ৪টায় লামার ফাসিয়াখালী ইউনিয়নের ডুলহাজারা-সাপেরগারা সড়কের পাগলির আগাস্থ সানমার রাবার বাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত নুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫০), পেটান মিয়ার ছেলে আবু তালেব (৩২) ও রশিদ আহাম্মদের ছেলে স্কুলছাত্র মো. ইব্রাহিম (১৫)।
নিহত তিন জনই ইউনিয়নের ২নং ওয়ার্ড পাগলির আগা কুরুককপাতা ঝিরির বাসিন্দা।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে এবং পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। প্রত্যেক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে পাশের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন