নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিগারেট খেতে বাধা দেয়ায় ওয়ার্ড মাষ্টারসহ চার জনকে পিটিয়ে আহত করেছে বখাটে এক যুবক। বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বখাটে মোহন মিয়া মজিদ খানপুর এলাকার নূর মোহাম্মদের পুত্র। আহতরা হলেন, ওয়ার্ড মাষ্টার শেখ আনসার, মাসুম ভূইয়া, মন্নু লালসহ ৪ জন। এ ঘটনায় দুপুরে ওয়ার্ড মাষ্টার শেখ আনসার বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা এবং ওয়ার্ড মাষ্টারসহ ৪ জনকে মারধরের অভিযোগে বখাটে মোহনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার